এনটিভির জন্মদিনে একুশে টেলিভিশনের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত : ১৮:১৪, ৩ জুলাই ২০২৫

দীর্ঘ দমন-পীড়ন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের মুখেও সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতায় আপসহীন থেকেছে একুশে টেলিভিশন (ইটিভি) ও এনটিভি। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আর দর্শকের আস্থাকে পুঁজি করে যাদের এগিয়ে চলা, সেই দুই গণমাধ্যম প্রতিষ্ঠানের সহযোদ্ধার সম্পর্ক আবারও দৃঢ় হলো এক আনন্দঘন দিনে।
২৩ বছরে পা রাখলো এনটিভি। বেসরকারি এই চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। সেখানে দীর্ঘ পথচলার এই শুভক্ষণে একাত্মতা প্রকাশ করে একুশে টেলিভিশন।
ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম ও ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামের পক্ষ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।
দুই প্রতিষ্ঠানের এই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা স্মরণ করিয়ে দেয়—ফ্যাসিস্ট শাসনব্যবস্থার নিপীড়নেও যাঁরা সত্য বলার সাহস ধরে রেখেছেন, তাদের পথচলা কখনও থেমে থাকে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ ও হেড অব নিউজ জহিরুল আলম।
একুশে টেলিভিশনের পক্ষ থেকে উপ-প্রধান বার্তা সম্পাদক হাসান জাকীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনটিভির চেয়ারম্যানের হাতে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বার্তা তুলে দেন।
উভয় প্রতিষ্ঠানই আশাবাদ ব্যক্ত করেছে—গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় তারা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে একসঙ্গে এগিয়ে যাবে।
এসএস//